প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বিশ্বের বৃহত্তম খাদির জাতীয় পতাকা বানানোর জন্য খাদি ও গ্রামোদ্যোগ শিল্প কমিশনের প্রশংসা করেছেন। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করে লাদাখের লেহতে ২২৫ ফুট লম্বা ও ১৫০ ফুট চওড়া জাতীয় পতাকাটি প্রদর্শিত হয়েছে।
প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেনঃ
“বাপুর প্রতি শ্রদ্ধা নিবেদনের এ এক অনন্য পন্থা। বাপুর খাদির প্রতি অনুরাগ সর্বজনবিদিত।
উৎসবের এই মরশুমে খাদির পোষাক বানান, হস্তশিল্পকে আপনার জীবনের অঙ্গ করে তুলুন এবং আত্মনির্ভর ভারত গড়ার সঙ্কল্পকে দৃঢ় করুন। “
This is a unique tribute to respected Bapu, whose passion towards Khadi is widely known.
— Narendra Modi (@narendramodi) October 3, 2021
This festive season, do consider making Khadi and handicraft products a part of your lives and strengthen the resolve to build an Aatmanirbhar Bharat. https://t.co/1VPAlfYeMD