নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর নিজের শহর ভাদনগর সফর করলেন,প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নিজের শহরে এটাই তাঁর প্রথম সফর|
প্রধানমন্ত্রীকেস্বাগত জানানোর জন্য শহরের জনগণ জড়ো হন| তিনি হটকেশ্বর মন্দিরে পুজো-অর্চনাও করেন|ছোট বয়সে তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন, সেই স্কুলেও কিছু সময়ের জন্য যানপ্রধানমন্ত্রী|
প্রধানমন্ত্রীভাদনদরের জি.এম.ই.আর.এস. মেডিক্যাল কলেজও সফর করেন এবং কলেজটির উত্সর্গপত্রের আবরণউন্মোচন করেন| তিনি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গেও সংক্ষিপ্ত আলাপচারিতা করেন|
পরেএক জনসভায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ প্রতিষেধক প্রদানের লক্ষ্য পূরণের গতিত্বরাণ্বিত করতে সুতীব্র মিশন ইন্দ্রধনুষের সূচনা করেন| এই উদ্যোগের মাধ্যমে শহরএলাকা ও প্রতিষেধকের আওতায় কম আসা এলাকাগুলোকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে|প্রধানমন্ত্রী আই.এম.টি.ই.সি.এইচ.ও.-এর সূচনা উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের মধ্যেই-ট্যাবলেট বিতরণ করেন| আশাকর্মীদের দক্ষতার উন্নয়নের জন্য এ এক উদ্ভাবনী মোবাইলফোন অ্যাপ| এছাড়াও তিনি কিছু উন্নয়নমূলক কাজের সূচনা করেন|
এইউত্সাহী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নিজের শহরে ফিরে আসা এবং এমন উষ্ণ অভ্যর্থনাপাওয়াটা এক বিশেষ বিষয়| তিনি বলেন, “আজ আমি যা কিছু হয়েছি, তা আপনাদের সবার মাঝেএই মাটি থেকে শেখা মূল্যবোধের জন্যই হয়েছি|”
প্রধানমন্ত্রীভাদনগরের মানুষদের উদ্দেশে বলেন, আমি আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে ফিরে যাবো এবংআমি আপনাদের সবাইকে সুনিশ্চিত করছি যে, আমি দেশের জন্য আরও কঠোর পরিশ্রম করবো|
প্রধানমন্ত্রীএই বিষয়টি নিয়ে প্রসন্নতা ব্যক্ত করেন যে, তিনি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পগুলোবিশেষ করে সুতীব্র মিশন ইন্দ্রধনুষের উদ্বোধন করেছেন| সরকার যে স্টেন্ট-এর দামকমিয়ে এনেছে, তিনি তার উল্লেখ করেন এবং বলেন যে, সরকার দরিদ্র মানুষদের জন্যস্বাস্থ্য পরিষেবার খরচ কমিয়ে আনার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে|
মেডিক্যালকলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের আলাপচারিতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,সমাজ হিসেবে আমরা আরও অনেক চিকিত্সক চাই যারা মানুষের সেবা করবেন|
Coming back to one's home town and receiving such a warm welcome is special. Whatever I am today is due to the values I have learnt on this soil, among you all in Vadnagar: PM @narendramodi pic.twitter.com/Ko9nR5I1ir
— PMO India (@PMOIndia) October 8, 2017
I go back with your blessings and assure you that I will work even harder for the nation: PM @narendramodi to the people of Vadnagar pic.twitter.com/9hWUprRcT3
— PMO India (@PMOIndia) October 8, 2017
I am happy that I have got to inaugurate projects relating to the health sector, particularly Intensified Mission Indradhanush: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2017
We brought prices of stents down. Work is constantly being done to make healthcare affordable for the poor: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2017
Today I met youngsters from a medical college. We as a society require more doctors who can serve people: PM @narendramodi pic.twitter.com/zYH2XApx6f
— PMO India (@PMOIndia) October 8, 2017