প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেছেন, “মিলাদ-উন-নবির শুভেচ্ছা। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের আদর্শ ও মূল্যবোধ সমাজে সম্প্রীতি ও সহমর্মীতার মানসিকতাকে আরও নিবিড় করুক। সর্বত্র শান্তি বজায় থাকুক”।
Greetings on Milad-Un-Nabi. Inspired by the thoughts of Prophet Muhammad, may this day further the spirit of harmony and compassion in society. May there be peace all around.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019