প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওড়িয়া নববর্ষ ও মহা বিষুব পণা সংক্রান্তি উপলক্ষ্যে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“ওড়িয়া নববর্ষ ও মহা বিষুব পণা সংক্রান্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানাই।
নতুন বছর আনন্দে ভরপুর হয়ে উঠুক।
আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ আরো প্রসারিত হোক এবং সকলে সুস্বাস্থ্যের অধিকারী হোন। “
Happy Odia New Year! May the coming year be filled with joy and good health. pic.twitter.com/vaCfpNwn6G
— Narendra Modi (@narendramodi) April 14, 2022