প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চেটি চাঁদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাজানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, “পবিত্র চেটি চাঁদ উপলক্ষে সিন্ধি সম্প্রদায়কেআমার শুভেচ্ছা। ভগবান ঝুলেলাল যেন তাঁর মহান আশীর্বাদে আমাদের সদাসর্বদা নিষিক্তকরেন আর আগামী বছরটি যেন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে”।
On the auspicious occasion of Cheti Chand, my best wishes to the Sindhi community. May Lord Jhulelal always shower us with his noble blessings and may the coming year be filled with joy.
— Narendra Modi (@narendramodi) March 19, 2018