বেতারঅনুষ্ঠানপ্রেমী এবং বেতার শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীকে বিশ্ব বেতার দিবসউপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনিবলেছেন :
“বিশ্ব বেতার দিবসেঅভিনন্দন। বেতারের অনুষ্ঠানসূচিতে যাঁরা বিশেষভাবে আগ্রহী তাঁদের আমি অভিনন্দনজানাই। বেতারমাধ্যমকে চালু রাখার জন্য এবং তাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যঅভিনন্দন জানাই বেতার শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীকেই।
আলোচনা ও মতবিনিময়এবং শিক্ষা ও যোগাযোগের একটি চমৎকার মাধ্যম হল বেতার। আমার নিজের ‘মন কি বাত’অনুষ্ঠানের অভিজ্ঞতায় আমি অনুভব করেছি যে সারা ভারতের সাধারণ মানুষের সঙ্গে আমারএক যোগসূত্র স্থাপিত হয়েছে।
‘মন কি বাত’-এরসবক’টি অনুষ্ঠানই শোনা যাবে narendramodi.in/mann-ki-baat -এ।”
Greetings on World Radio Day. I congratulate all radio lovers and those who work in the radio industry & keep the medium active & vibrant.
— Narendra Modi (@narendramodi) February 13, 2017
Radio is a wonderful way to interact, learn & communicate. My own #MannKiBaat experience has connected me with people across India.
— Narendra Modi (@narendramodi) February 13, 2017
All #MannKiBaat episodes can be heard here. https://t.co/9c68fg4PLT
— Narendra Modi (@narendramodi) February 13, 2017