QuoteGreetings on World Radio Day. I congratulate all radio lovers & those who work in radio industry & keep the medium active & vibrant: PM
QuoteRadio is a wonderful way to interact, learn and communicate, says the PM

বেতারঅনুষ্ঠানপ্রেমী এবং বেতার শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীকে বিশ্ব বেতার দিবসউপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনিবলেছেন :

“বিশ্ব বেতার দিবসেঅভিনন্দন। বেতারের অনুষ্ঠানসূচিতে যাঁরা বিশেষভাবে আগ্রহী তাঁদের আমি অভিনন্দনজানাই। বেতারমাধ্যমকে চালু রাখার জন্য এবং তাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্যঅভিনন্দন জানাই বেতার শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীকেই।

আলোচনা ও মতবিনিময়এবং শিক্ষা ও যোগাযোগের একটি চমৎকার মাধ্যম হল বেতার। আমার নিজের ‘মন কি বাত’অনুষ্ঠানের অভিজ্ঞতায় আমি অনুভব করেছি যে সারা ভারতের সাধারণ মানুষের সঙ্গে আমারএক যোগসূত্র স্থাপিত হয়েছে।

‘মন কি বাত’-এরসবক’টি অনুষ্ঠানই শোনা যাবে narendramodi.in/mann-ki-baat  -এ।”

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

Media Coverage

"This kind of barbarism totally unacceptable": World leaders stand in solidarity with India after heinous Pahalgam Terror Attack
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 এপ্রিল 2025
April 25, 2025

Appreciation From Citizens Farms to Factories: India’s Economic Rise Unveiled by PM Modi