জাতীয়নৌ-দিবসে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনিবলেছেন :
“ভারতেরনৌ-ক্ষেত্রটির রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। জাতির রূপান্তর প্রক্রিয়াকে আরও জোরদার করেতোলার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের নৌ-ক্ষেত্রের। জাতীয় নৌ-দিবসে জাতিরসমৃদ্ধির লক্ষ্যে আমাদের নৌ-শক্তিকে সুসংহত করে তুলতে আমরা আমাদের অঙ্গীকারেরইপুনরুচ্চারণ করি।
দেশেরনৌ-ক্ষেত্রকে উজ্জ্বল ও শক্তিশালী করে তুলতে যে প্রচেষ্টার সঙ্গে আমরা যুক্তরয়েছি, তাতে অনুপ্রেরণা যুগিয়ে গেছেন ডঃ বাবাসাহেব আম্বেদকর। জলশক্তি, জলপথ,জলসেচ, বন্দর এবং দেশের সুবিস্তৃত নদী-নালাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গেছেনবাবাসাহেব। তাই, এই বিশেষ ক্ষেত্রটির জন্য তাঁর কর্মপ্রচেষ্টা ভারতবাসীর জীবনেপ্রভূত কল্যাণসাধন করেছে।”
The maritime sector in India, with its rich history, has the potential to power our nation’s transformation.
— Narendra Modi (@narendramodi) April 5, 2018
On National Maritime Day, we affirm our commitment to harness our maritime strengths for the nation’s prosperity. pic.twitter.com/Gu39sFnhKx