প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি হিমাচলপ্রদেশের মান্ডি জেলায় ভূমিধসসংক্রান্ত দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন|
এক বার্তায় তিনি বলেছেন, “হিমাচলপ্রদেশের মান্ডিজেলায় ভূমিধস সংক্রান্ত দুর্ঘটনায় প্রাণহানিতে আমি যন্ত্রণাদগ্ধ| নিহতদের পরিজনদেরপ্রতি আমার সমবেদনা রইলো|
হিমাচলপ্রদেশের মান্ডি জেলায় যারা আহত হয়েছেন, তাঁদেরদ্রুত আরোগ্যের জন্য আমি প্রার্থনা করছি|
উদ্ধার ও ত্রাণ অভিযানে অংশগ্রহণ করতে এবং প্রয়োজনীয়সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদানের জন্য এন.ডি.আর.এফ.-এর একটি দল মান্ডি যাচ্ছে|”
Pained by the loss of lives due to landslide related accidents in HP’s Mandi district. My condolences with the families of the deceased: PM
— PMO India (@PMOIndia) August 13, 2017
I pray for the quick recovery of those injured in Mandi district, Himachal Pradesh: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 13, 2017
Team of @NDRFHQ is going to Mandi to take part in the rescue and relief operations and provide all possible assistance required.
— PMO India (@PMOIndia) August 13, 2017