বিহারেরমধুবনী জেলায় এক বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :
“বিহারের মধুবনী জেলায় বাস দুর্ঘটনার সংবাদে আমিগভীরভাবে বেদনাহত। নিহতদের শোক-সন্তপ্ত পরিবারগুলির সঙ্গে রয়েছে আমারও উদ্বেগ ওচিন্তাভাবনা”।
Deeply saddened by the bus accident in Bihar’s Madhubani district. My thoughts are with the bereaved families in this hour of grief: PM
— PMO India (@PMOIndia) September 19, 2016