মস্কোয় এক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে শোক ও সমবেদনা প্রকাশ করেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :
“আজ মস্কোয় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে আমি গভীর শোকও সমবেদনা জানাই। দুর্ঘটনার যাঁরা বলি হয়েছেন, তাঁদের পরিবার-পরিজনদের মতো আমিওসমান উদ্বিগ্ন”।
Deepest condolences on the tragic loss of life in today's air crash in Moscow. Our thoughts are with the families of the victims.
— Narendra Modi (@narendramodi) February 11, 2018