মহীশূর এবংবেঙ্গালুরুর মধ্যে বিদ্যুতায়িত রেলপথটি আজ জাতির উদ্দেশে উৎসর্গ করলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মহীশূর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনিযাত্রার সঙ্কেত দিলেন ‘প্যালেস ক্যুইন হামসফর এক্সপ্রেস’ ট্রেনের। এটি মহীশূর এবংউদয়পুরের মধ্যে চলাচল করবে।
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.92062400_1519041064_inner3.png)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.75093500_1519041199_inner5.png)
এর আগেপ্রধানমন্ত্রী শ্রবণবেলাগোলায় বাহুবলী মহামস্তকঅভিষেক মহোৎসব, ২০১৮ পরিদর্শনে যান।বিন্ধ্যগিরি পর্বতের গায়ে খোদাই করা নতুন পায়ে চলারপথ বাধাপেরও সূচনা করেন তিনি। এছাড়াও,তিনি এদিন উদ্বোধন করেন বাহুবলী সাধারণ হাসপাতালটির।
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.09352500_1519041132_inner4.png)
শ্রবণবেলাগোলায়আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মুনিঋষি এবং সাধুসন্তরাসর্বদাই সমাজের সেবা করে এসেছেন। আর সকলের থেকে ইতিবাচকভাবেই তাঁরা ছিলেন সম্পূর্ণভিন্ন প্রকৃতির। সময়ের সাথে সাথে আমরা পরিবর্তনকে স্বাগত জানিয়েছিএবং নতুন চিন্তাভাবনাও ধ্যান-ধারণাগুলিকে মনে-প্রাণে গ্রহণ করেছি। আমাদের সামাজিক শক্তির মূল উৎসই হলএইভাবে সবকিছুর সঙ্গে মানিয়ে চলা।
শ্রী মোদীবলেন, দরিদ্র সাধারণ মানুষের কাছে উন্নতমানের সুলভস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের এক বিশেষ কর্তব্য।
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.96476900_1519041097_inner2.png)