PM Modi takes to twitter, wishes Indian Women’s Cricket Team for the finals
As our women's cricket team plays the World Cup finals today, I join 125 crore Indians in wishing them the very best: PM Modi
PM Modi wishes every player of Indian Women’s cricket team individually on Twitter

বিশ্বকাপফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন : 

“আমাদেরমহিলা ক্রিকেট দল আজ বিশ্বকাপের ফাইনালে অবতীর্ণ হচ্ছে। ১২৫ কোটি ভারতবাসীর সঙ্গেমিলিতভাবে আমিও তাদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাই। 

অধিনায়কমিতালী রাজ রয়েছেন মহিলা ক্রিকেট দলের নেতৃত্বের পুরোভাগে। খেলার সময় তিনি যেরকমস্থির মস্তিষ্কে সবকিছু পরিচালনা করেন, তাতে সমগ্র দল নিশ্চিতভাবেই লাভবান হবে। 

শুভেচ্ছা জানাইস্মৃতি মান্দানাকেও।তাঁর কাছ থেকে স্থির একাগ্রতার সঙ্গে ভালো খেলাই আমরা আশা করি। 

মহিলাদেরবিশ্বকাপ ফাইনালে পুনম রাউতকে শুভেচ্ছা জানায় গোটা ভারত। তাঁর খেলা আমাদের গর্বিতকরে। 

হরমনপ্রীতকাউরের গুণগ্রাহী নয় এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সেমিফাইনালে তিনি যেভাবে খেলেছেন,তা সকলেরই মনে থাকবে। তাই তাঁকেও জানাই শুভেচ্ছা। 

ফাইনালেসৌভাগ্য কামনা করি দীপ্তি শর্মারও। সমগ্র দলের পক্ষে তিনি যথেষ্ট মূল্যবান এবংতাঁর খেলা বহু ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছে। 

মিড্‌লঅর্ডারে যা প্রয়োজন তা হল ধৈর্য্য ও স্থিরতা যা আমরা আশা করি বেদা কৃষ্ণমূর্তিরঅভিজ্ঞতা থেকে। তাঁকেও আজকের খেলায় শুভেচ্ছা জানাই। 

উইকেট রক্ষকহিসেবে সুষমা ভার্মার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মনে রাখতে হবে, ক্যাচও কিন্তুম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। 

ঝুলনগোস্বামী হলেন ভারতের গর্ব। উত্তেজনার মুহূর্তে তাঁর চমৎকার বোলিং পরিস্থিতি বদলেদিতে পারে। ঝুলনকেও জানাই আমাদের শুভেচ্ছা। 

শিখাপাণ্ডের সার্বিক সাফল্য সমগ্র দলের পক্ষেই খুব গুরুত্বপূর্ণ। তাঁরও সৌভাগ্য কামনাকরি। 

চমৎকারবোলিং করেন পুনম যাদব। সেরা ব্যাটস্‌ম্যানও বিপদে পড়ে যেতে পারেন তাঁর বোলিং-এরমুখে। শুভেচ্ছা জানাই পুনম যাদবকেও। 

রাজেশ্বরীগায়কোয়াড় বিখ্যাত স্থির নিশানায় মেপে বল করার জন্য। সৌভাগ্য কামনা করি তাঁরও।”

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'

Media Coverage

'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi condoles loss of lives due to stampede at New Delhi Railway Station
February 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives due to stampede at New Delhi Railway Station. Shri Modi also wished a speedy recovery for the injured.

In a X post, the Prime Minister said;

“Distressed by the stampede at New Delhi Railway Station. My thoughts are with all those who have lost their loved ones. I pray that the injured have a speedy recovery. The authorities are assisting all those who have been affected by this stampede.”