প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
বিগত ৫ বছরে বেশ কিছু সাফল্যর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নের নতুন অধ্যায় রচিত হবে।
প্রধানমন্ত্রী এক ট্যুইটবার্তায় বলেছেন,
“@myogiadityanathজি ও তাঁর মন্ত্রীপরিষদের সদস্যরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন জানাই। বিগত ৫ বছরে রাজ্যের উন্নয়নের উদ্যোগে কোন ছেদ পড়েনি। আমার বিশ্বাস , আপনার নেতৃত্বে রাজ্যের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে আর উন্নয়নের নতুন অধ্যায় রচিত হবে।“
उत्तर प्रदेश के मुख्यमंत्री पद की शपथ लेने पर @myogiadityanath जी और उनके मंत्रिमंडल को हार्दिक बधाई। पिछले 5 वर्षों में राज्य की विकास यात्रा ने कई अहम पड़ाव तय किए हैं। मुझे विश्वास है कि आपके नेतृत्व में प्रदेश जन आकांक्षाओं को पूरा करते हुए प्रगति का एक और नया अध्याय लिखेगा। pic.twitter.com/b3hcLMQsMJ
— Narendra Modi (@narendramodi) March 25, 2022