বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী মীরাবাঈ চানু-কে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন, "বিশ্ব ভারোত্তলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী মীরাবাঈ চানু-র জন্য ভারত গর্বিত। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল।”
India is proud of Mirabai Chanu, who has won a gold at the World Weightlifting Championship. Congratulations and best wishes for her future endeavours.
— Narendra Modi (@narendramodi) November 30, 2017