ধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, মহিলা বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের জন্য মেরি কম-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় ক্রীড়া জগতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। মহিলা বিশ্ব বক্সিং প্রতিযোগিতায় সোনা জয়ের জন্য মেরি কম-কে অভিনন্দন। ক্রীড়া জগতে যে নৈপুণ্য ও দক্ষতার পরিচয় তিনি রাখছেন এবং আন্তর্জাতিক স্তরে যে সাফল্য অর্জন করছেন, তা বিশেষভাবে অনুপ্রেরণা দেয়। তাঁর জয় সত্যি এক বিশেষ মুহূর্ত”।
A proud moment for Indian sports.
— Narendra Modi (@narendramodi) November 24, 2018
Congratulations to Mary Kom for winning a Gold in the Women’s World Boxing Championships. The diligence with which she’s pursued sports and excelled at the world stage is extremely inspiring. Her win is truly special. @MangteC