নয়া দিল্লি: ২১ নভেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিচারালয়েপুনর্নির্বাচিত হওয়ার জন্য বিচারপতি দলবীর ভান্ডারীকে অভিনন্দন জানালেন|
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,“আন্তর্জাতিক বিচারালয়ে পুনর্নির্বাচিত হওয়ার জন্য আমি বিচারপতি দলবীর ভান্ডারীকেঅভিনন্দন জানাই| তাঁর পুনর্নির্বাচন আমাদের জন্য এক গর্বের মুহূর্ত|
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং বিদেশমন্ত্রক ও কূটনৈতিক মিশনে কাজ করা তাঁর সম্পূর্ণ দলকে তাঁদের নিরলস প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই, যার জন্য আন্তর্জাতিক বিচারালয়ে ভারতের এই পুনর্নির্বাচন সম্ভব হয়েছে| আমি সংযুক্ত রাষ্ট্রসংঘের সাধারণ সভার পাশাপাশি সংযুক্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্যকে ভারতের প্রতি তাদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি|”
I congratulate Justice Dalveer Bhandari on being re-elected to the International Court of Justice. His re-election is a proud moment for us.
— Narendra Modi (@narendramodi) November 21, 2017
Congratulations to EAM @SushmaSwaraj and her entire team at MEA & diplomatic missions for their untiring efforts that have led to India’s re-election to ICJ. Our deep gratitude to all the members of UNGA as well as UNSC for their support and trust in India.
— Narendra Modi (@narendramodi) November 21, 2017