প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশে নির্মিত কার্টোস্যাট-৩ উপগ্রহ বহনকারী পিএসএলভি-সি৪৭ মহাকাশযানের সফল উৎক্ষেপণে ইসরোর সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। এই মহাকাশযান একইসঙ্গে ডজনখানেকের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যানো উপগ্রহও উৎক্ষেপণ করেছে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি ইসরোর সমগ্র বিজ্ঞানীদের দেশে নির্মিত কার্টোস্যাট-৩ উপগ্রহ এবং ডজনখানেকের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যানো উপগ্রহ বহনকারী পিএসএলভি-সি৪৭ মহাকাশযানের সফল উৎক্ষেপণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত কার্টোস্যাট-এ উপগ্রহটি উচ্চ-বিশ্লেষণধর্মী প্রতিবিম্ব গঠনের ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে। ইসরো আবার আমাদের গর্বিত করেছে।
I heartily congratulate the entire @isro team on yet another successful launch of PSLV-C47 carrying indigenous Cartosat-3 satellite and over a dozen nano satellites of USA.
— Narendra Modi (@narendramodi) November 27, 2019