জিএসএলভি-এফ০৮-এর সফল উৎক্ষেপণে ইসরোকেঅভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে জিস্যাট-৬এ হলএকটি যোগাযোগ উপগ্রহ যা মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন নতুন সম্ভাবনার সুযোগ অন্বেষণকরবে। এক উজ্জ্বলতর ভবিষ্যতের লক্ষ্যে দেশকে এক নতুন শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যেইসরো-র এই কর্মপ্রচেষ্টায় তিনি ও সমগ্র দেশ যে গর্বিত একথাও এক বার্তায় উল্লেখকরেছেন প্রধানমন্ত্রী।
Congratulations to @isro and other stakeholders on the successful launch of GSLV-F08 with indigenous cryogenic stage.
— Narendra Modi (@narendramodi) March 29, 2018
GSAT-6A, a communication satellite, will provide new possibilities for mobile applications. Proud of @isro for taking the nation towards new heights and a brighter future.
— Narendra Modi (@narendramodi) March 29, 2018