ভারত ৪০০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করে তা অর্জন করায় প্রধানমন্ত্রী কৃষক, তাঁতশিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমহল, উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের অভিনন্দন জানিয়েছেন। নির্ধারিত সময়ের ৯ দিন আগেই এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“এই প্রথম ভারত ৪০০ বিলিয়ন ডলার পণ্য রপ্তানির উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করে তা অর্জন করেছে। এই সাফল্যের জন্য আমি আমাদের কৃষক, তাঁতশিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমহল, উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের অভিনন্দন জানাই।
আত্মনির্ভর ভারতের যাত্রার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
India set an ambitious target of $400 Billion of goods exports & achieves this target for the first time ever. I congratulate our farmers, weavers, MSMEs, manufacturers, exporters for this success.
— Narendra Modi (@narendramodi) March 23, 2022
This is a key milestone in our Aatmanirbhar Bharat journey. #LocalGoesGlobal pic.twitter.com/zZIQgJuNeQ