অগ্নি ৫-এর পরীক্ষা সফল হওয়ায় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং তার বিজ্ঞানীদেরঅভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন :
“অগ্নি ৫-এরপরীক্ষা সফল হওয়ায় প্রত্যেক ভারতবাসী গর্বিত। এই ঘটনা আমাদের প্রতিরক্ষা প্রকৌশলকেযথেষ্ট শক্তিদান করবে।
অগ্নি ৫-এর সফলপরীক্ষা ডিআরডিও এবং তার বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমেরই ফলশ্রুতি। আমি তাঁদেরঅভিনন্দন জানাই”।
Successful test firing of Agni V makes every Indian very proud. It will add tremendous strength to our strategic defence.
— Narendra Modi (@narendramodi) December 26, 2016
The successful test firing of Agni V is the result of the hardwork of DRDO & its scientists. I congratulate them. @DRDO_India
— Narendra Modi (@narendramodi) December 26, 2016