২০১৮-র এশিয়ান গেমস্-এ ৬৫ কেজির ‘ফ্রিস্টাইল’ কুস্তিতে সোনা জেতায় বজরং পুনিয়া-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
শ্রী পুনিয়া’কে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই জয় অসাধারণ। কারণ, এটি ২০১৮-র এশিয়ান গেমস্-এ ভারতের পক্ষে প্রথম সোনা প্রাপ্তি। আগামী দিনের জন্য শ্রী পুনিয়া’কে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Congratulations @BajrangPunia for the memorable victory in the 65 kg freestyle wrestling. This win is even more special because it is India's first Gold in the @asiangames2018. Best wishes for your future endeavours. #AsianGames2018
— Narendra Modi (@narendramodi) August 19, 2018