প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কুন্দন শাহের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন|
প্রধানমন্ত্রী বলেন, “কুন্দন শাহের প্রয়াণে আমি বেদনার্ত| সাধারণ মানুষেরজীবন ও সংগ্রামকে হাস্যরস ও ব্যঙ্গকৌতুকের মধ্য দিয়ে উপস্থাপিত করার অসাধারণ শৈলীরজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন| প্রয়াতের পরিজন ও গুণমুগ্ধদের জানাই সমবেদনা| তাঁরআত্মার সদগতি কামনা করি|”
Anguished by the passing away of Shri Kundan Shah. He will be remembered for his wonderful usage of humour and satire to showcase the life & struggles of common citizens. My thoughts are with his family & admirers. May his soul rest in peace: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2017