মধ্যপ্রদেশের জব্বলপুরে এক হাসপাতালে অগ্নিকান্ডে জীবনহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে ;
“মধ্যপ্রদেশের জব্বলপুরে এক হাসপাতালে অগ্নিকান্ডে জীবনহানিতে শোকাহত। শোক-সন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনা কবলিতদের যাবতীয় সহযোগিতা দিচ্ছে : প্রধানমন্ত্রী।”
Anguished by the loss of lives due to a fire at a hospital in Jabalpur, Madhya Pradesh. Condolences to the bereaved families. I hope the injured recover at the earliest. The local administration is providing all assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 1, 2022