প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সানোয়ার লাল জাট-এর মৃত্যুতেশোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :
“ভূতপূর্ব কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সানোয়ার লাল জাট-এর মৃত্যুতে আমি বিচলিত।শুধুমাত্র বিজেপি নয়, সমগ্র জাতির পক্ষেও এ এক বিরাট ক্ষতি। তাঁর মৃত্যুতে আমিশোকাহত।
শ্রী সানোয়ার লাল জাট গ্রাম ও কৃষিজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেগেছেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার-পরিজন এবং অনুগামীদের উদ্বেগ ও চিন্তাভাবনারশরিক আমি নিজেও”।
Anguished by the demise of MP & former Union Minister, Shri Sanwar Lal Jat. This is a big loss for the BJP & the nation. My condolences.
— Narendra Modi (@narendramodi) August 9, 2017
Shri Sanwar Lal Jat worked extensively for wellbeing of villages & farmers. My thoughts are with his family & supporters in this sad hour.
— Narendra Modi (@narendramodi) August 9, 2017