মালয়েশিয়া থেকে আইএনএ – এর প্রবীণ সেনানী অঞ্জলাই পন্নুসামীর প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “মালয়েশিয়ায় আইএনএ – এর প্রাক্তন সেনানী অঞ্জলাই পন্নুস্বামীজীর প্রয়াণে অত্যন্ত মর্মাহত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসিকতা ও প্রেরণাদায়ক ভূমিকার জন্য আমরা তাঁকে সর্বদাই স্মরণে রাখব। তাঁর পরিবার ও প্রিয়জনদের সমবেদনা”।
Anguished by the passing away of the distinguished INA Veteran from Malaysia Anjalai Ponnusamy Ji. We will always remember her courage and inspiring role in India’s freedom movement. Condolences to her family and friends.
— Narendra Modi (@narendramodi) June 1, 2022