শুক্রবারদেশেরবিভিন্ন অংশে হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী। তিনি বলেন :
“আজকেরহিংসাত্মক ঘটনাগুলি গভীর উদ্বেগের কারণ। আমি এই ধরনের হিংসার কঠোর নিন্দা করি এবংসকলের কাছে আর্জি জানাই শান্তি বজায় রাখার জন্য।
আইন ও শৃঙ্খলাপরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। জাতীয় নিরাপত্তা সংস্থা এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আমি পরিস্থিতির পর্যালোচনাও করেছি।
স্বাভাবিক অবস্থাফিরিয়ে আনতে এবং প্রয়োজনে সমস্তরকম সহায়তাদানের জন্য দিনের ২৪ ঘন্টাই কাজ করেযাওয়ার নির্দেশ দিয়েছি সংশ্লিষ্ট আধিকারিকদের।”
The instances of violence today are deeply distressing. I strongly condemn the violence & urge everyone to maintain peace.
— Narendra Modi (@narendramodi) August 25, 2017
The law & order situation is being closely monitored. I reviewed the situation with the NSA & Home Secretary.
— Narendra Modi (@narendramodi) August 25, 2017
Urged officials to work round the clock to restore normalcy and provide all possible assistance that is required.
— Narendra Modi (@narendramodi) August 25, 2017