২৬টিদ্বীপের সার্বিক উন্নয়নে পদক্ষেপ গ্রহণের বিষয়গুলি মঙ্গলবার এক উচ্চ পর্যায়েরবৈঠকে খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
বৈঠকেবিভিন্ন দ্বীপের সার্বিক ও সামগ্রিক বিকাশে নীতি আয়োগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের পক্ষ থেকে এক বিশেষ উপস্থাপনা পেশ করা হয়।
ভারতেবর্তমানে উপকূল রেখা বরাবর মোট দ্বীপের সংখ্যা ১ হাজার ৩৮২টি। এর মধ্যেপ্রাথমিকভাবে ২৬টি দ্বীপের সার্বিক উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। আন্দামান ওলাক্ষাদ্বীপ সহ ভারতীয় উপকূল রেখার বিভিন্ন এলাকায় অবস্থিত এই ২৬টি দ্বীপ। বৈঠকেসংশ্লিষ্ট আধিকারিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় যে, প্রাথমিকপরিকাঠামো গড়ে তুলতে এবং কৃষি ও জৈব কৃষি পদ্ধতি, মৎস্য চাষ, পর্যটন ও দূষণমুক্তজ্বালানি উৎপাদনের মতো ক্ষেত্রগুলিকে কেন্দ্র করে উন্নয়ন প্রকল্পগুলি ছকে ফেলাহবে।
ভারতেরদ্বীপ সম্পদগুলির প্রকৌশলগত গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে,এই সমস্ত অঞ্চলে পর্যটন শিল্পের প্রসারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দ্বীপ উন্নয়নেরকাজে নির্দিষ্ট পরিকল্পনা দ্রুত পেশ করার জন্য তিনি নির্দেশ দেন বৈঠকে উপস্থিতআধিকারিকদের। প্রধানমন্ত্রী বলেন যে, এই সমস্ত কাজে সৌর জ্বালানির ব্যাপক ব্যবহারনিশ্চিত করে তুলতে হবে।