প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ভারতীয় জনৌষধি পরিযোজনার (পি এমবিজেপি) সাফল্য যথেষ্ট সন্তোষজনক। তিনি বলেন, এই প্রকল্প কেবলমাত্র দেশের কোটি কোটি জনগণের তাদের চিকিৎসা ব্যয় সংক্রান্ত চিন্তা দূর করেছে তাই নয়, তাদের জীবন যাত্রাকেও সহজ করে তুলেছে।
কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য ট্যুইটে জানান যে আজ দেশজুড়ে পঞ্চম জনৌষধি দিবস পালন করা হচ্ছে। এই প্রকল্প থেকে ভারতের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। বর্তমানে দেশে প্রতিদিন ১২ লক্ষের বেশি মানূষ জনৌষধি কেন্দ্র থেকে ঔষধ কেনেন। বাজার মূল্যের তুলনার ৫০% থেকে ৯০% কম দামে এখানে ঔষধ পাওয়া যায়।
কেন্দ্রীয় মন্ত্রীর এই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
"ভারতীয় জনৌষধি পরিযোজনার ফলাফল যথেষ্ট সন্তোষজনক। এতে দেশের কোটি কোটি মানুষ কেবল চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তা মুক্ত হয়েছেন তাই নয়, তাদের জীবনযাপনও সহজ হয়েছে।"
भारतीय जन औषधि परियोजना की उपलब्धियां काफी संतोषप्रद हैं। इससे न केवल इलाज के खर्च को लेकर देश के करोड़ों लोगों की चिंताएं दूर हुई हैं, बल्कि उनका जीवन भी आसान हुआ है। https://t.co/pLzDSpCcfp
— Narendra Modi (@narendramodi) March 7, 2023