হিমাচলপ্রদেশে সিমলার অদূরে এক বাস দুর্ঘটনায় নিহত যাত্রীদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকাকরে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায়যে সমস্ত যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন, তাঁদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
এইআর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে।
Extremely anguished by the loss of lives due to the bus accident in Himachal Pradesh. Condolences to the families of the deceased: PM
— PMO India (@PMOIndia) April 19, 2017
PM announced ex gratia of Rs. 2 lakhs for next of kin of those killed & Rs. 50,000 for those seriously injured, in the bus accident in HP.
— PMO India (@PMOIndia) April 19, 2017