প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মণিপুরের নোনে জেলার মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাস দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট করে বলা হয়েছে;
“মণিপুরের নোনে জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানিতে শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মণিপুর সরকার ক্ষতিগ্রস্তদের যথা সম্ভব সহায়তা করছে: PM @narendramodi”।
“বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে এককালীন অনুদান হিসেবে ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে : PM @narendramodi”।
Anguished by the loss of lives in Manipur's Noney district due to a tragic bus accident. My thoughts are with the bereaved families. I hope the injured recover soon. The Manipur government is providing all possible assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 21, 2022