প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো এফ-৪৬ এ ব্রোঞ্জ পদক জয়ের জন্য সুন্দর সিং গুর্জরকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “#Paralympics2024 – এ পুরুষদের জ্যাভলিন থ্রো এফ-৪৬ এ সুন্দর ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে সুন্দর সিং গুর্জর ব্রোঞ্জ পদক জয় করেছেন! তাঁর অধ্যবসায় অনবদ্য। এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাই!
#Cheer4Bharat”
A phenomenal performance by Sundar Singh Gurjar, bringing home the Bronze in the Men’s Javelin Throw F46 at the #Paralympics2024! His dedication and drive are outstanding. Congratulations on this achievement!#Cheer4Bharat pic.twitter.com/XKVHiGKz4O
— Narendra Modi (@narendramodi) September 4, 2024