প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ পুরুষদের শটপুট এফ-৪৬ বিভাগে রৌপ্য পদক জয় করায় শচীন খিলাড়িকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন,
“ #Paralympics2024! তাঁর দুর্দান্ত সাফল্যের জন্য শচীন খিলাড়িকে অভিনন্দন। ক্ষমতা ও একাগ্রতার এক অনন্য উদাহরণ তুলে ধরেছেন তিনি। পুরুষদের শটপুট এফ-৪৬ বিভাগে রৌপ্য পদক জয় করেছেন শচীন খিলাড়ি। দেশ তাঁর এই সাফল্যে গর্বিত।
#Cheer4Bharat”
Congratulations to Sachin Khilari for his incredible achievement at the #Paralympics2024! In a remarkable display of strength and determination, he has won a Silver medal in the Men’s Shotput F46 event. India is proud of him. #Cheer4Bharat pic.twitter.com/JNteBI7yeO
— Narendra Modi (@narendramodi) September 4, 2024