প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রণব সুর্মার অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
শ্রী মোদী এক্স পোষ্টে বলেছেন :
“#Paralympics2024-এ পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ বিভাগে রুপো জয়ের জন্য প্রণব সুর্মাকে অভিনন্দন! তাঁর সাফল্য নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। তাঁর অধ্যবসায় প্রশংসনীয়।#Cheer4Bharat”
Congratulations to Pranav Soorma for winning the Silver medal in the Men's Club Throw F51 at the #Paralympics2024! His success will motivate countless youngsters. His perseverance and tenacity are admirable. #Cheer4Bharat pic.twitter.com/TMkLKwQJ2g
— Narendra Modi (@narendramodi) September 5, 2024