প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পিক্স-এ পুরুষদের ক্লাব থ্রো এফ-৫১ বিভাগে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করায় অ্যাথলিট ধরমবীরকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন,
“ধরমবীরের এই বিশেষ সাফল্য ইতিহাস গড়েছে। তিনি #Paralympics2024! পুরুষদের ক্লাব থ্রো এফ-৫১ বিভাগে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে অদম্য উৎসাহ ও উদ্যম। তাঁর এই সাফল্যে ভারত উল্লসিত।
#Cheer4Bharat”
The exceptional Dharambir creates history as he wins India’s first ever Paralympic Gold in Men’s Club Throw F51 event at the #Paralympics2024! This incredible achievement is because of his unstoppable spirit. India is overjoyed by this feat. #Cheer4Bharat pic.twitter.com/bk7seJX1fV
— Narendra Modi (@narendramodi) September 5, 2024