২০২৪-এর প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের মণীশ নারোয়াল পুরুষদের পি১ ১০এম এয়ার পিস্তল এসএইচ১ ক্রীড়া ক্ষেত্রে রৌপ্য পদক জয় করেছেন। তাঁর এই সাফল্যে আপ্লুত ও উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন :
"মণীশ নারোয়ালের এ হল এক চমৎকার সাফল্য। পুরুষদের পি১ ১০এম এয়ার পিস্তল এসএইচ১-এর খেলায় তিনি রৌপ্য পদক জয় করে নিয়েছেন। তাঁর নিষ্ঠা, একাগ্রতা এবং নৈপুণ্য ভারতকে আরও একবার গর্বের আসনে অধিষ্ঠিত করল।#Cheer4Bharat "
A splendid achievement by Manish Narwal, as he wins the Silver in the P1 Men's 10m Air Pistol SH1 event. His precision, focus and dedication have once again brought glory. #Cheer4Bharat
— Narendra Modi (@narendramodi) August 30, 2024