উত্তর প্রদেশের কানপুরের কলাবতী দেবীর কাহিনী অসাধারণ। লক্ষ লক্ষ মহিলাকে তিনি প্রেরণা যুগিয়েছেন। আজ প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি শৌচাগার নির্মাণের ক্ষেত্রে কিছু অসাধারণ ঘটনা সকলের সামনে তুলে ধরেছেন। শৌচাগার নির্মাণে অপারগ মানুষদের স্বার্থে তিনি উদ্যোগী হয়ে শৌচাগার নির্মাণ করেছেন।
গ্রামে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে কলাবতী দেবী পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেছেন। দৃঢ় সংকল্পের দরুণ তিনি হাজার হাজার শৌচাগার নির্মাণে সহায়তা করেছেন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
দেশের সমস্ত মহিলার জন্য কলাবতী দেবী এক বার্তায় বলেছেন, ‘সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা কখনই ব্যর্থ হতে পারে না। বাড়ির বাইরে বেরিয়ে আসুন, যদি কেউ বিরোধিতা করে, তা হলে তা করতে দিন। আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে চান, তা হলে পিছন ফিরে তাকাবেন না’।
मैं जिस जगह पे रहती थी, वहां हर तरफ गंदगी ही गंदगी थी। लेकिन दृढ़ विश्वास था कि स्वच्छता के जरिए हम इस स्थिति को बदल सकते हैं।
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
लोगों को समझाने का फैसला किया। शौचालय बनाने के लिए घूम-घूमकर एक-एक पैसा इकट्ठा किया।
आखिरकार सफलता हाथ लगी।
कलावती देवी, कानपुर #SheInspiresUs pic.twitter.com/t9b6deXt4g