QuotePM to also lay the foundation stone and dedicate to the nation various rail and road projects worth over Rs 8,300 crore in Tamil Nadu
QuotePM to flag off Rameswaram-Tambaram (Chennai) new train service

প্রধানমন্ত্রী ৬ এপ্রিল তামিলনাড়ু সফর করবেন। রাম নবমী উপলক্ষে দুপুর ১২টা নাগাদ তিনি নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবেন। এটি ভারতের প্রথম উল্লম্ব (ভার্টিকাল লিফট) উত্তোলন সমুদ্র সেতু। এখানকার সড়ক সেতু থেকে তিনি একটি ট্রেন ও জাহাজের যাত্রার সূচনা করবেন এবং এই সেতুর কাজও পরিদর্শন করবেন। 

এর পর তিনি বেলা ১২:৪৫ নাগাদ রামেশ্বরমে রামনাথস্বামী মন্দির দর্শন করবেন ও পুজো দেবেন। দুপুর ১:৩০ নাগাদ তিনি রামেশ্বরমে তামিলনাড়ুর জন্য ৮ হাজার ৩০০ কোটি টাকারও বেশি বিভিন্ন রেল এবং সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।

প্রধানমন্ত্রী নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধনের পাশাপাশি রামেশ্বরম-তামবরম (চেন্নাই) নতুন রেল পরিষেবার সূচনা করবেন। এই সেতুটির গভীর সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। রামায়ণে কথিত আছে রামেশ্বরমের কাছে ধনুষ্কোটি  থেকে রামসেতুর নির্মাণের সূচনা হয়েছিল।

রামেশ্বরম এবং মূল ভূখণ্ডের মধ্যে সংযোগরক্ষাকারী এই সেতু বিশ্বে কারিগরি স্থাপত্যের এক অনন্য নিদর্শন স্বরূপ। ৫৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে এটি নির্মিত হয়েছে। ২.০৮ কিলোমিটার বিস্তৃত ৯৯টি খিলান যুক্ত ৭২.৫ মিটার উল্লম্ব উত্তোলন সেতুটি ১৭ মিটার পর্যন্ত উপরে উঠতে সক্ষম। এটি নির্মিত হওয়ার ফলে একদিকে যেমন নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারবে, অন্যদিকে ট্রেন চলাচলেও কোনো বাধা থাকবে না। ভবিষ্যতের চাহিদার দিকে তাকিয়ে এখানে যৌথ রেল লাইনের সংস্থান রাখা হয়েছে। সামুদ্রিক এলাকাতে নির্মিত হলেও এই সেতু যেন জং পরে কখনো নষ্ট না হয়, সেজন্য উন্নত ও গুণমান সম্পন্ন বিশেষ মোড়ক ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রী অন্য যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে রয়েছে জাতীয় সড়ক ৪০-এর চার লেন বিশিষ্ট ২৮ কিলোমিটার লম্বা ওয়ালাজাপেট-রানিপেট বিভাগ। তিনি জাতীয় সড়ক ৩৩২-এর চার লেন বিশিষ্ট ২৯ কিলোমিটার লম্বা ভিলুপ্পুরম-পুদুচেরি বিভাগ, জাতীয় সড়ক ৩২-এর ৫৭ কিলোমিটার লম্বা পুন্দিয়ানকুপ্পম-সত্তানাথপুরম, জাতীয় সড়ক ৩৬-এর ৪৮ কিলোমিটার লম্বা চোলাপুরম-তাঞ্জাভুর বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই মহাসড়কগুলি বিভিন্ন ধর্মস্থল এবং পর্যটন কেন্দ্রকে যুক্ত করবে, শহরগুলির মধ্যে দূরত্ব কমাবে, তার পাশাপাশি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বন্দরগুলিতে যাতায়াত অনেক দ্রুত করে তুলবে। এগুলি নির্মিত হওয়ার ফলে স্থানীয় চাষীদের ক্ষমতায়ণ বৃদ্ধি পাবে, তাঁরা কৃষিপণ্য অনায়াসেই স্থানীয় বাজারে নিয়ে যেতে পারবে। এর ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতির সঞ্চার হবে এবং স্থানীয় চর্ম এবং ছোট শিল্প সংস্থাগুলি উপকৃত হবে।

 

  • DEVENDRA SHAH MODI KA PARIVAR July 03, 2025

    jay shree ram
  • Anup Dutta July 03, 2025

    🙏
  • Virudthan June 18, 2025

    🔴🔴🔴🔴 India's retail inflation in May 2025 declined to 2.82%, the lowest since February 2019, driven by a significant drop in food inflation. #RetailInflation #IndianEconomy🔴🔴🔴🔴 India's retail inflation in May 2025 declined to 2.82%, the lowest since February 2019, driven by a significant drop in food inflation. #RetailInflation #IndianEconomy🔴🔴🔴🔴 India's retail inflation in May 2025 declined to 2.82%, the lowest since February 2019, driven by a significant drop in food inflation. #RetailInflation #IndianEconomy
  • Virudthan June 18, 2025

    🔴🔴🔴🔴 India's retail inflation in May 2025 declined to 2.82%, the lowest since February 2019, driven by a significant drop in food inflation. #RetailInflation #IndianEconomy
  • Preetam Gupta Raja May 27, 2025

    जय श्री राम
  • Gaurav munday May 24, 2025

    💋🖖
  • ram Sagar pandey May 18, 2025

    🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹जय माता दी 🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏
  • Jitendra Kumar May 16, 2025

    🪷🇮🇳🇮🇳
  • Dalbir Chopra EX Jila Vistark BJP May 13, 2025

    ऐऔ
  • Dalbir Chopra EX Jila Vistark BJP May 13, 2025

    ओऐ
Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Most NE districts now ‘front runners’ in development goals: Niti report

Media Coverage

Most NE districts now ‘front runners’ in development goals: Niti report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সর্বোচ্চ অসামরিক সম্মান প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা হয়েছে
July 09, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে একাধিক দেশ। এই স্বীকৃতিগুলি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা বিশ্ব মঞ্চে ভারতের উত্থানকে মজবুত করেছে। এটি বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ককেও প্রতিফলিত করে।

 আসুন, গত সাত বছরে প্রধানমন্ত্রী মোদীকে প্রদান করা পুরস্কারগুলি দেখে নেওয়া যাক।

দেশের প্রদান করা পুরস্কারগুলি:

১. ২০১৬ সালের এপ্রিলে সৌদি আরব সফরকালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান - কিং আব্দুল আজিজ সাশ-এ ভূষিত করা হয়েছে। প্রিন্স সালমান বিন আবদুল আজিজ প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করেন।

|

২. একই বছর, প্রধানমন্ত্রী মোদীকে আফগানিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান - আমির আমানউল্লাহ খান পুরস্কার প্রদান করা হয়েছিল।

|

৩. ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফিলিস্তিনে ঐতিহাসিক সফর করেন, তখন তাঁকে গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন পুরস্কার প্রদান করা দেওয়া হয়। এটি বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।

|

৪. ২০১৯ সালে প্রধানমন্ত্রীকে অর্ডার অব জায়েদ পুরস্কারে ভূষিত করা হয়। এটি সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মাননা।

|

৫. ২০১৯ সালে রাশিয়া প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে - অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু। 

৬. ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া মালদ্বীপের সর্বোচ্চ সম্মান - অর্ডার অফ দ্য ডিসটিনগুইশড রুল অফ নিশান ইজ্জুদ্দিন প্রদান করা হয়েছে।

|

৭. ২০১৯ সালে বাহরিন সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদীকে কিং হামাদ অর্ডার অব দ্য রেনিয়াস্য়ান্স সম্মানে ভূষিত করা হয়।

|

৮. ২০২০ সালে মার্কিন সরকার প্রধানমন্ত্রী মোদীকে লিজিয়ন অব মেরিট সম্মানে ভূষিত করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর দেওয়া পুরস্কার যা ব্যতিক্রমী মেধাবী আচরণের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

৯. ২০২১ সালের ডিসেম্বরে ভুটান প্রধানমন্ত্রী মোদীকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান - অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপোতে ভূষিত করেছে।

সর্বোচ্চ অসামরিক সম্মান ছাড়াও, বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ সংস্থাগুলি প্রধানমন্ত্রী মোদীকে বেশ কয়েকটি পুরস্কার প্রদান করেছে।

১. সিওল শান্তি পুরস্কার: মানবজাতির সম্প্রীতি, জাতি এবং বিশ্বের মধ্যে পুনর্মিলন বিষয়ে সিউল পিস প্রাইজ কালচারাল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারে ভূষিত করে হয়েছিল।

|

২. রাষ্ট্রসঙ্ঘের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড: এটি রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান। পরিবেশ রক্ষার স্বার্থে সাহসী ভূমিকার জন্য ২০১৮ সালে রাষ্ট্রসঙ্ঘ প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারে ভূষিত করেছে।

|

৩. ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীকে প্রথম ফিলিপ কোটলার প্রেসিডেনশিয়াল পুরস্কার প্রদান করেছে। প্রতি বছর রাষ্ট্রের একজন নেতাকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের শংসাপত্রে বলা হয়েছে, দেশকে অসাধারণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হল।

|

৪. ২০১৯ সালে বিল ও মিলিন্ডা গেটস্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি-স্বরূপ ‘গ্লোবাল গোলকিপার’ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এই পুরস্কার সেইসব ভারতীয়কে উৎসর্গ করেন, যাঁরা স্বচ্ছ ভারত অভিযানকে গণআন্দোলনের রূপ দিয়েছেন এবং এই অভিযানকে নিজেদের জীবনের অঙ্গ করে তুলেছেন।

|

৫. ২০২১ সালে কেমব্রিজ এনার্জি রিসার্চ অ্যাসোসিয়েটস বা সিইআরএ প্রধানমন্ত্রী মোদীকে আন্তর্জাতিক শক্তি ও পরিবেশ নেতৃত্ব পুরস্কার প্রদান করেছে। আন্তর্জাতিক স্তরে শক্তি ও পরিবেশের বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণে নেতৃত্বের অঙ্গীকারকে স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়।.