নয়াদিল্লি, ০৮ জানুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিসহ সারা দেশ থেকে হাজার হাজার বিকাশ ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঞ্জাবের গুরুদাসপুরের গুরবিন্দর সিং বাজওয়া প্রধানমন্ত্রীকে জানান যে বিকশিত ভারত যাত্রার সবচেয়ে বড় সুবিধা হ'ল কৃষকদের কৃষি ক্ষেত্রে সর্বোত্তম সম্ভাব্য সুবিধা পাওয়ার জন্য ছোট ছোট দলে সংগঠিত করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে তাঁর কৃষকদের একটি দল বিষমুক্ত চাষের জন্য কাজ করছেন এবং এর জন্য যন্ত্রপাতিতে ভর্তুকি পেয়েছেন। এটি ছোট কৃষকদের খড় ব্যবস্থাপনা এবং মাটির স্বাস্থ্যের ক্ষেত্রেও সহায়তা করেছিল। বাজওয়া জানান, সরকারের সহায়তায় গুরুদাসপুরে খড় পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এলাকায় এফপিও সম্পর্কিত কার্যক্রমও চলছে। কাস্টম হায়ারিং স্কিমটি ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ছোট কৃষকদের সহায়তা করছে।
শ্রী বাজওয়া জানান, "এখন কৃষকরা মনে করছেন যে তিনি ন্যায্য সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা তাঁর অনুরোধ শোনেন বলেই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী সুস্থায়ী কৃষির জন্য তাঁর আহ্বান পুনরায় উল্লেখ করেন। তিনি বলেন, "আমাদের গুরুদের পরামর্শ অনুযায়ী কৃষিকাজ করা উচিত এবং পৃথিবী মাতাকে রক্ষা করা উচিত। কৃষিক্ষেত্রে গুরু নানক দেবজির শিক্ষার বাইরে আর কিছুই নেই। বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'মোদির গ্যারান্টির গাড়ি' প্রত্যেকটি শেষ সুবিধাভোগীর কাছে না পৌঁছানো পর্যন্ত থামবে না।''