প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে নরেন্দ্র মোদী কয়েক দশক ধরে দেশে চলতে থাকা ভিআইপি সংস্কৃতির অবসান ঘটানোর উপর জোর দিয়েছেন। তাঁর কথা ও কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে, সমস্ত নাগরিক সমান এবং দেশে বৈষ্যমের কোনো জায়গা নেই।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নতুন ভারতে ভিআইপি নয়, ইপিআই (এভরি পার্সন ইমপর্ট্যান্ট) প্রয়োজন।
তিনি গাজিয়াবাদে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধানমন্ত্রী মোদী তাঁর জীবনের একটি ঘটনার কথা বলেন, বিজেপি সংগঠনের সঙ্গে কাজ করার তিনি কিভাবে তাঁর দলের সহকর্মীর মেজাজ ঠাণ্ডা করেছিলেন, যাঁকে বিমানবন্দরে সিআইএসএফ কর্মী চেক করছিলেন।
তিনি সিআইএসএফ কর্মীর প্রশংসা করেন এবং বলেন, কোনও রকম প্রেসার ছাড়াই তাঁদের দায়িত্ব পালন এবং জাতির রক্ষা করা উচিত।
প্রধানমন্ত্রী মোদী এও বলেন যে, সিআইএসএফ কর্মীদের তাঁদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনৈতিক নেতারা।
ভাষণের এই অংশটির জন্য শ্রোতাদের কাছ থেকে উল্লাসপূর্ণ সাধুবাদ মিলেছে।
প্রধানমন্ত্রী মোদী ঠিক কী বলেছেন তা দেখুন: