A substantial number of Mudra beneficiaries are women and youngsters from the SC, ST and OBC communities, which is extremely heartening: PM
#MudraYojana is furthering a spirit of enterprise and self-reliance among the youth and women of India: PM Modi
Three years on, I am delighted to see how #MudraYojana has brought prosperity in the lives of many, says the PM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই) তিন বছর পূর্তিতে খুশি প্রকাশ করেছেন। মুদ্রা যোজনার ফলে অনেক মানুষের জীবনে সমৃদ্ধির পথ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, "এই দিন, তিন বছর আগে আমাদের নাগরিকদের আকাঙ্খা ও আমাদের যুবকদের মধ্যে উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করার জন্য মুদ্রা যোজনা শুরু হয়েছিল। তিন বছর পর আমি এটা দেখে খুশি যে, মুদ্রা যোজনার ফলে অনেকের জীবনধারণের মান উন্নতি হয়েছে"।

মুদ্রা যোজনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী মানুষদের সোশ্যাল মিডিয়াতে তাঁদের সাফল্যের কাহিনী শেয়ার করার আহ্বান জানিয়ে বলেন যে, তিনি ১১ এপ্রিল তারিখে তাঁর বাসভবনে 'যোজনার সুফলভোগীদের সাথে আলোচনা' করবেন।





Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India has the maths talent to lead frontier AI research: Satya Nadella

Media Coverage

India has the maths talent to lead frontier AI research: Satya Nadella
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 জানুয়ারি 2025
January 09, 2025

Appreciation for Modi Governments Support and Engagement to Indians Around the World