দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও শ্রী নরেন্দ্র মোদী সবসময় ভারতের একজন সাধারণ নাগরিকের মতোই রয়েছেন।
যখন তিনি মেট্রোতে যাত্রা করেন, তখন তাঁর সরলতার উদাহরণ দেখা যায়।
দিল্লি-এনসিআর অঞ্চলে বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী মোদীকে মেট্রোতে বসে থাকা দেখা বা যাত্রীদের সঙ্গে আনন্দের কথা বলতে দেখা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।
প্রধানমন্ত্রী মোদী একাধিকবার মেট্রোতে করে যাত্রা করেছেন। তাঁর মেট্রো যাত্রার সময় মানুষকে উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি, সেলফি এবং কথা বলতে দেখা যায়। সমাজের সমস্ত শ্রেণীর এবং সকল বয়সের মানুষেরা দেশের অগ্রগতির জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
Cherished moments with a young friend on board the Delhi Metro. Watch this.
Posted by Narendra Modi on Wednesday, March 13, 2019
মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখে মাঝে মাঝে প্রধানমন্ত্রী নিজেই ফটোগ্রাফার হয়ে যান। তিনি মানুষকে ছবি তুলতে সাহায্য করেন।