‘মেরি মাটি মেরা দেশ’ অভিযানের সাঙ্গীতিক মন্ত্রোচ্চারণের বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
তিনি এক ট্যুইট বার্তায় বলেছেন :
“‘মেরি মাটি মেরা দেশ’-এর মন্ত্রোচ্চারণ প্রত্যেক ভারতবাসীর হৃদয়েই গভীরভাবে অনুরণিত হচ্ছে যা আমাদের সকলের প্রিয় দেশের জন্য দেশবাসীর ত্যাগ স্বীকারের কথাই স্মরণ করিয়ে দেয়। আসুন, আমরা সকলে মিলিতভাবে এই আন্দোলনকে সফল করে তুলি কারণ তার মাধ্যমে আগামীদিনে বিশেষ উৎসাহ সঞ্চারিত হবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে।”
#MeriMaatiMeraDesh Anthem resonates deeply with every Indian’s heart, reminding us of the sacrifices made for our beloved nation. Let us all make this movement a success, which will inspire the coming generations. https://t.co/fXzatIOAwA
— Narendra Modi (@narendramodi) September 1, 2023