প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মানীর স্ক্লস এলমাউতে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ২০২২ সালের ২৭ জুন ইউরোপীয়ান কমিশনের সভাপতি সম্মানীয় উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাইসিনা বৈঠকের সময় চলতি বছরের এপ্রিল মাসে সভাপতি ভন ডার লিয়েনের সফল দিল্লি সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জিআই চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা ফের শুরু হওয়ায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেন। ডিজিটাল সহযোগিতা, জলবায়ু কর্মসূচি এবং প্রযুক্তি ও উদ্ভাবনের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ই-ইউ সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন তাঁরা।
উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়েও মত বিনিময় করেন।
President @EU_Commission @vonderleyen and I had an outstanding meeting earlier today. We discussed ways to deepen investment linkages, efforts to combat climate change, boosting digital cooperation and other important issues. pic.twitter.com/dDpbMBlWHw
— Narendra Modi (@narendramodi) June 27, 2022