প্রধানমন্ত্রী মোদী ১৬ই ফেব্রুয়ারি একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করতে তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী যান। সেখান গিয়ে প্রধানমন্ত্রী মোদী রিকশাচালক মঙ্গল কেবতের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছিলেন।
মঙ্গল কেবত ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে নিমন্ত্রণ পত্রটি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর কন্যার বিয়ের জন্য নিজের শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কেবতকে একটি চিঠি লেখেন। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাবার্তা পাওয়ার আনন্দে উচ্ছসিত হয়ে পড়ে গোটা পরিবার।
মঙ্গল কেবত প্রধানমন্ত্রী মোদীর বারাণসী সফরের সময় তাঁর সঙ্গে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে মঙ্গল কেবত নিজের গ্রাম ডোমরির গঙ্গা ঘাট পরিষ্কার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। কেভত মা গঙ্গারও একজন ভক্ত এবং তাঁর আয়ের একটি অংশ নদীর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করেন তিনি।