Agreement for Cooperation in Peaceful Uses of Nuclear Energy marks historic step in our engagement to build a clean energy partnership: PM
India and its economy are pursuing many transformations. Our aim is to become a major centre for manufacturing, investments: PM
We see Japan as a natural partner. We believe there is vast scope to combine our relative advantages: PM Modi
Our strategic partnership brings peace, stability and balance to the region: PM Modi in Japan
We will continue to work together for reforms of the United Nations and strive together for our rightful place in the UNSC: PM Modi
Thank Prime Minister Abe for the support extended for India’s membership of the Nuclear Suppliers Group: PM Modi

মহামান্য প্রধানমন্ত্রী আবে,

বন্ধুগণ,

সুধীমন্ডলী শুভসন্ধ্যা!(মিনা-সামা,কোম্বানওয়া!)

জাপানি ভাষায় একটি জেন বৌদ্ধ-কথা রয়েছে—“ইচিগো ইচিয়ে”, যারমানে হচ্ছে আমাদের প্রতিটি সাক্ষাত অনন্য এবং আমাদের প্রতিটি মুহূর্তকে সযত্নেরক্ষা করতে হবে|

আমি অনেকবার জাপান সফর করেছি এবং প্রধানমন্ত্রী হিসেবে এটাআমার দ্বিতীয় সফর| এবং আমার প্রতিটি সফর অনন্য, বিশেষ, শিক্ষামূলক ও গভীর ফলপ্রসূ হয়েউঠেছে|

আমি জাপান, ভারত ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানেমহামান্য আবে’র সঙ্গে সাক্ষাত করেছি| গত কয়েক বছরে জাপানের প্রথম সারির বিভিন্নরাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের স্বাগত জানানোরও বিশেষ সুযোগ আমার হয়েছে|

আমাদের পারস্পরিক সম্মিলনের পুনরাবৃত্তি আমাদের সম্পর্কেরউচ্ছলতা, গতিশীলতা ও গভীরতাকেই প্রদর্শিত করে| এর মধ্য দিয়ে আমাদের বিশেষ কৌশলগত ওবৈশ্বিক সহযোগিতার সম্পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করার ধারাবাহিক প্রতিশ্রুতিওপ্রতিফলিত হয়|

বন্ধুগণ, আমাদের আজকের আলোচনায় প্রধানমন্ত্রী আবে ও আমি গতশীর্ষ বৈঠকের পর থেকে আমাদের সম্পর্কেরঅগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি| এটা আমাদের দুজনের কাছেই স্পষ্ট যে, বহুমুখীক্ষেত্রে আমাদের সহযোগিতার অগ্রগতি হয়েছে| গভীর অর্থনৈতিক সংযুক্তি, বাণিজ্য,নির্মাণ ও বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধি, পরিবেশ-অনুকূল বিদ্যুত উৎপাদনে গুরুত্বদেওয়া, আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখতে সহযোগিতা এবং পরিকাঠামো ও দক্ষতা উন্নয়নেরক্ষেত্রে সহযোগিতা হচ্ছে আমাদের প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র|

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতারজন্য আজকের স্বাক্ষরিত চুক্তি হচ্ছে পরিবেশ-অনুকূল বিদ্যুতের অংশীদারিত্ব নির্মাণেআমাদের সংযুক্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ|

এক্ষেত্রে দু দেশের সহযোগিতা আবহাওয়া পরিবর্তনের প্রতিকূলতামোকাবিলায় আমাদেরকে সহযোগিতা করবে| এ ধরনের একটি চুক্তি জাপানের জন্য যে রয়েছে,আমি তার গুরুত্ব স্বীকার করি|

এই চুক্তিতে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী আবে,জাপানের সরকার ও সংসদকে ধন্যবাদ জানাই|

বন্ধুগণ,

ভারত ও এর অর্থনীতি অনেক রূপান্তরের মধ্য দিয়ে যাছে| আমাদেরলক্ষ্য হচ্ছে নির্মাণ, বিনিয়োগ এবং একবিংশ শতাব্দীর জ্ঞান-শিল্পের প্রধানকেন্দ্রবিন্দু হয়ে ওঠা|

এবং এই গতিপথে আমরা জাপানকে একটি স্বাভাবিক অংশীদার হিসেবেদেখছি| আমরা বিশ্বাস করি মূলধন, প্রযুক্তি অথবা মানব-সম্পদের ক্ষেত্রে পারস্পরিকসুবিধার জন্য কাজ করতে আমাদের সুযোগগুলিকে একসঙ্গে নিয়ে আসার বিশাল সম্ভাবনা রয়েছে|কোনো একটি সুনির্দিষ্ট প্রকল্পের দিক দিয়ে দেখতে গেলে মুম্বাই-আহমেদাবাদ উচ্চগতিররেল প্রকল্পের বিশেষ অগ্রগতির জন্য আমরা দৃষ্টি নিবদ্ধ করছি| অর্থনৈতিক ক্ষেত্রেআমাদের সংযুক্তি ও চুক্তি পরিকাঠামোগত উন্নয়নের জন্য বৃহত্তর সম্পদের অধিগম্যতায়আমাদের সহায়তা করবে|


প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমাদের সংলাপ নতুনক্ষেত্র নির্মাণ করেছে, এবং তা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একগুরুত্বপূর্ণ উপাদান| আমরা মহাকাশ বিজ্ঞান, সমুদ্র ও ভূবিজ্ঞান, বস্ত্রশিল্প,ক্রীড়া, কৃষি ও ডাক ব্যাঙ্কিং-এর ক্ষেত্রেও নতুন অংশীদারিত্ব রূপায়ণ করছি|

বন্ধুগণ,

আমাদের কৌশলগত সহযোগিতা শুধুমাত্র আমাদের নিজেদের সমাজেরভালো ও নিরাপত্তার জন্যই নয়| এটা এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও ভারসাম্য নিয়েআসবে| তা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উদীয়মান সুযোগ ও প্রতিকুলতার ক্ষেত্রে সজীব ওপ্রতিক্রিয়াশীল|

সার্বিক দৃষ্টিভঙ্গির দেশ হিসেবে আমরা এই অঞ্চলের অর্থাতইন্দো-পেসিফিক সমুদ্রের জলের দ্বারা পরস্পর সংযুক্ত এলাকাগুলির মধ্যে যোগাযোগ,পরিকাঠামো ও দক্ষতা-নির্মাণে ঘনিষ্টভাবে সহযোগিতায় সম্মত হয়েছি|

সফল মালাবার নৌ-মহড়া ইন্দো-প্যাসিফিকের জলরাশির বিশালবিস্তৃতির মধ্যে আমাদের কৌশলগত স্বার্থের সমভাবাপন্নতায় গুরুত্ব আরোপ করেছে|

গণতন্ত্রে আমরা উদারতা, স্বচ্ছতা এবং আইনের শাসনের সমর্থনকরি| আমরা সন্ত্রাসবাদ, বিশেষ করে আন্ত-সীমান্ত সন্ত্রাসবাদের বিপদ প্রতিরোধেরসংকল্পেও একতাবদ্ধ|


বন্ধুগণ,

আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ক গভীর সাংস্কৃতিক ওজনগণের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে আশীর্বাদপুষ্ট| গত ডিসেম্বর মাসেপ্রধানমন্ত্রী আবে’র ভারত সফরের সময় আমি এসবের আরও বিস্তৃত ভিত্তি তৈরির পদক্ষেপগ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম|

এবং এর ফলে গত মার্চ মাস (২০১৬) থেকে আমরা সমস্ত জাপানিনাগরিকদের ‘আসা মাত্রই ভিসা’ (ভিসা অন অ্যারাইভাল) প্রদান শুরু করেছি| এর থেকে আরওএক ধাপ এগিয়ে আমরা যোগ্য জাপানি ব্যবসায়ীদের জন্য দীর্ঘস্থায়ী দশ বছরের ভিসারসুযোগ দিয়েছি|


বন্ধুগণ,

আঞ্চলিক ও আন্তর্জাতিকমঞ্চেও ভারত ও জাপান ঘনিষ্ঠভাবে আলোচনা ও সহযোগিতা করে থাকে| রাষ্ট্রসংঘের সংস্কারের জন্য আমরা একসঙ্গে কাজকরে যাব এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের সঠিক অবস্থানের জন্য একসঙ্গেলড়াই চালিয়ে যাব|

পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের সদস্যপদের জন্য সহযোগিতারহাত সম্প্রসারিত করায় আমি প্রধানমন্ত্রী আবে-কে ধন্যবাদ জানাতে চাই|

মহামান্য আবে,

আমরা দু’জনেই উপলব্ধি করতে পারছি যে আমাদের সহযোগিতারভবিষ্যত সমৃদ্ধ ও বলিষ্ঠ| আমাদের জন্য ও এই অঞ্চলের জন্য আমরা সম্মিলিতভাবে যাকরতে পারি তার সুযোগ ও পরিমাপের কোনো সীমা নেই|

এবং এর একটি প্রধান কারণ হচ্ছে আপনার শক্তিশালী ও গতিশীলনেতৃত্ব| আপনার সহযোগী ও বন্ধু হতে পারাটা প্রকৃতই এক উল্লেখযোগ্য বিষয়| এই শীর্ষবৈঠকের মূল্যবান ফলাফলের জন্য এবং আপনার উদার স্বাগত ও আতিথেয়তার জন্য আমি আপনাকেধন্যবাদ জানাতে চাই|

আনাটা নো ও মতেনাশি ও আরিগাতো গোজাইমাশিতা!

(আপনার মহানুভব আতিথেয়তার জন্য ধন্যবাদ)

ধন্যবাদ, অশেষ ধন্যবাদ

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi