আমি রাষ্ট্রপতিরেউভেন রিভলিন ও তাঁর বিশিষ্ট প্রতিনিধিবর্গকে ভারতে স্বাগত জানাতে পেরে সম্মানিতবোধ করছি| রাষ্ট্রপতি রিভলিনের এটাই প্রথম ভারত সফর| এই বিশেষ অনুষ্ঠানে তাঁকেপেয়ে আমরা নন্দিত| মহামান্য, আপনার এই সফর আমাদের অংশীদারিত্বের নতুন স্তম্ভনির্মাণের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টায় বিশেষ গতি সঞ্চার করবে| গত বছর ভারতেররাষ্ট্রপতির প্রথমবারের মত ইসরায়েল সফরের ফলে যে প্রেরণার সৃষ্টি হয়েছিল, আপনারসফর তাকে আরও এগিয়ে নিয়ে যাবে| আগামী বছর দুই দেশ সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্কেরপঁচিশ বছর উদযাপন করবে| এই বিশেষ মাইল-ফলকের কাছে এসে আমরা বিভিন্ন ক্ষেত্রেআমাদের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে আমাদেরসাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গড়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি|
বন্ধুগণ,
আমাদের সহযোগবহুমুখী ও বিস্তৃত পরিসরের| আমরা যেসব ক্ষেত্রে সহযোগী, সেগুলির মধ্যে রয়েছে:
# কৃষিক্ষেত্রেরউত্পাদন ও দক্ষতা বৃদ্ধি;
# গবেষণা ওউদ্ভাবনা সংযোগের উন্নতি;
# আমাদের সমাজেরসুবিধার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ;
# শক্তিশালীবাণিজ্য সংযোগ ও বিনিয়োগ সম্পর্ক নির্মাণ;
# আমাদের নাগরিকদেরসুরক্ষার জন্য প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করা; এবং
# শিক্ষামূলকবিনিময়ে উৎসাহ প্রদান| ইসরায়েলে গিয়ে পাঠরত ভারতীয় ছাত্রছাত্রীর বর্ধিত সংখ্যা এবংএর উল্টোটা আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতু হতে পারে|
বন্ধুগণ,
এর আগে আজকে আমাদেরমধ্যে আলোচনার সময় রাষ্ট্রপতি রিভলিন এবং আমি সম্মত হয়েছি যে, আমাদের দু’দেশেরমধ্যে বর্তমান সহযোগিতার বিভিন্ন শক্তিশালী ক্ষেত্র রয়েছে| আমরা কৃষিক্ষেত্রেইসরায়েলের অগ্রগতির সঙ্গে এবং খরা-প্রবণ এলাকায় ক্ষুদ্রসেচ ও জল ব্যবস্থাপনারক্ষেত্রে তাদের বিশেষ জ্ঞানের সঙ্গে পরিচিত| আমরা জল ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবংবৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নকে দু’টি অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছি|আমরা দু’জনেই সম্মত হয়েছি যে, ভারতের অর্থনীতির বর্তমান গতিপথ ইসরায়েলের বিভিন্নকোম্পানির জন্য প্রচুর আশাপ্রদ সুযোগ করে দিয়েছে| আমাদের অর্থনৈতিক উদ্যোগ ওকর্মসূচি এবং উদ্ভাবনা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব প্রদানইসরায়েলের শক্তি ও ক্ষমতার সঙ্গে ভালোভাবে মিল খায়| ইসরায়েলের কোম্পানিগুলি মেক ইনইন্ডিয়া, ডিজিট্যাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া ও স্মার্ট সিটি’র মত দিক নির্দেশকারীপ্রকল্পগুলিতে তাদের অংশিদারিত্ব বাড়াতে পারে| এই ক্ষেত্রগুলিতে আমাদের দুই দেশেরমধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে এই সুবর্ণ সুযোগেরসদ্ব্যবহারের জন্য উদ্যোগ নিতে আমি দুই তরফেরই বেসরকারি ক্ষেত্রের সংশ্লিষ্টদেরউত্সাহিত করব| ভারতীয় ও ইসরায়েলি কোম্পানিগুলি উচ্চ-প্রযুক্তির নির্মাণ ও পরিষেবাক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করতে পারে| ‘মেক ইন ইন্ডিয়া’ এবং রাষ্ট্রপতি রিভলিনআমার সঙ্গে আলোচনার সময় যেভাবে বলেছেন ‘মেক উইথ ইন্ডিয়া’, দুই দেশের ক্ষেত্রেইকর্মসংস্থান তৈরি করতে পারে এবং সুবিধা দিতে পারে| আমাদের অংশিদারিত্ব দুই দেশেরক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করতে পারে এবং সুবিধা দিতে পারে| তথ্য-প্রযুক্তিপরিষেবা হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের অংশিদারিত্ব আমাদের দুই তরফেরইঅর্থনীতিকে পরিবর্তিত করতে পারে|
বন্ধুগণ,
রাষ্ট্রপতি রিভলিনএবং আমি আমাদের সমাজকে সুরক্ষিত করার জন্য আমাদের শক্তিশালী ও ক্রমবর্ধমানঅংশিদারিত্বকে গভীরভাবে গুরুত্ব দেই| আমাদের জনগণ প্রতিনিয়ত সন্ত্রাসবাদ ওচরমপন্থার শক্তির সামনে হুমকির মুখে| আমরা সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবেচিহ্নিত করেছি| সন্ত্রাসবাদ কোনো সীমান্ত জানে না এবং সংগঠিত অপরাধের অন্যান্য রূপেরসঙ্গে এর বিশেষ যোগসূত্র রয়েছে| দুঃখজনকভাবে, এর উত্স ও প্রসারের দেশগুলির মধ্যেএকটি দেশ ভারতের প্রতিবেশী| আমরা একমত যে, সন্ত্রাসী নেটওয়ার্ক এবং যে দেশগুলিতাদেরকে আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদায়কে দৃঢ় সংকল্প ও সিদ্ধান্তেরসঙ্গে কাজ করতে হবে| কোনো ব্যবস্থা নেওয়ায় অকৃতকার্য হওয়া অথবা নীরব থাকাশুধুমাত্র সন্ত্রাসবাদীদের উত্সাহিতই করবে| সমস্ত শান্তিপ্রিয় দেশগুলির সামনেহুমকি স্বরূপ সন্ত্রাসবাদ ও মৌলবাদের শক্তির বিরুদ্ধে অভিযানে আমাদের সহযোগিতাকেআরও বৃদ্ধি করার জন্য আমরা সম্মত হয়েছি| আমরা সাইবার ক্ষেত্রের মত ব্যবহারিক ওসুনির্দিষ্ট সহযোগিতায়ও বেশি গুরুত্ব দিচ্ছি| এবং উত্পাদন ও নির্মাণ ক্ষেত্রেরসহযোগিতার মধ্য দিয়ে একে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তায়ও সম্মত হয়েছি| সংযুক্তরাষ্ট্রসংঘের সংশোধিত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের প্রার্থিতায়স্পষ্ট সমর্থন জানানোর জন্যও ভারত ইসরায়েলের কাছে কৃতজ্ঞ|
বন্ধুগণ,
গণতন্ত্রেরসহযাত্রী হিসেবে আমাদের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি এবং ভারত-ইসরায়েলের শক্তিশালীসহযোগিতার প্রধান সুবিধাপ্রাপক| ভারতে দু’ হাজার বছরের পুরনো ইহুদি সম্প্রদায়প্রাচীন কালের ঐতিহ্যশালী সংযোগকেই চিত্রিত করে| আজ তাদের ঐতিহ্যে বেড়ে ওঠাসংস্কৃতি আমাদের বহুমুখী সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি বিশেষ অংশ| ভারতের ইহুদিসম্প্রদায়কে নিয়ে আমরা গর্বিত| রাষ্ট্রপতি এবং আমি সম্মত হয়েছি যে, জনগণেরমধ্যেকার যে সম্পর্ক, যার প্রাচীন অভিন্ন ইতিহাস রয়েছে, তাকে উত্সাহিত করা আমাদেরঅগ্রাধিকারের ক্ষেত্র|
মহামান্য,
আমাদের সহযোগিতারআড়াই দশক আমাদের দুই দেশের জন্যই বিশাল সমৃদ্ধি নিয়ে এসেছে| এটা বিশ্বজুড়ে শান্তি,স্থায়িত্ব ও গণতন্ত্রের কন্ঠকেও শক্তিশালী করেছে| আপনার সফর আমাদের অংশীদারিত্বেরনতুন ক্ষেত্র প্রস্তুত করা ও নতুন দিগন্ত সূচিত করার ক্ষেত্রে একটি সুযোগ প্রদানকরেছে| এই কথাগুলো বলে আমি রাষ্ট্রপতি রিভলিনকে ভারতে তাঁর প্রথম সরকারি সফরেরজন্য আরও একবার স্বাগত জানাচ্ছি এবং ভারতে তাঁর ফলদায়ক ও মনোরম অবস্থানের কামনাকরছি|
আপনাদের ধন্যবাদ|