ডঃ রাম মনোহর লোহিয়াকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তিনি ইতিহাসের পাতা থেকে কয়েকটি আকর্ষনীয় বিষয় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এর মধ্যে রয়েছে – লর্ড লিনলিথগো’কে লেখা ডঃ লোহিয়ার চিঠি এবং ডঃ লোহিয়ার পিতা ও তাঁর মধ্যে চিঠিপত্র দেওয়া-নেওয়া।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “ডঃ লোহিয়াকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করি। তিনি বহু ঐতিহাসিক ঘটনার অগ্রভাগে ছিলেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সদর্থক রাজনীতি ও বুদ্ধিদীপ্ত কৌশলের জন্য তাঁকে সর্বত্রই সমীহ করা হ’ত।
ইতিহাসের পাতা থেকে আকর্ষণীয় কয়েকটি বিষয় …. লর্ড লিনলিথগো’কে লেখা ডঃ লোহিয়ার একটি চিঠি এবং পিতা ও পুত্রের মধ্যে চিঠিপত্র দেওয়া-নেওয়া”।
Remembering Dr. Ram Manohar Lohia on his birth anniversary. He was at the forefront of many historical events and played a key role in our freedom struggle. He is widely respected for his principled politics and intellectual prowess.
— Narendra Modi (@narendramodi) March 23, 2022
Some interesting nuggets from the pages of history…a letter from Dr. Lohia to Lord Linlithgow and correspondence between Dr. Lohia’s father and him. pic.twitter.com/rQnoE0EZHG
— Narendra Modi (@narendramodi) March 23, 2022