প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিএনএন নিউজ ১৮ নেটওয়ার্কের ‘ভয়েস অফ ইন্ডিয়া- মোদী অ্যান্ড হিজ ট্রান্সফরমেটিভ মন কি বাত’ শীর্ষক কফি টেবিল পুস্তিকাটি প্রকাশের উদ্যোগের প্রশংসা করেছেন। এই বইতে মন কি বাত-এ যাঁদের কথা উল্লেখ করা হয়েছে, তাঁরা সমাজকে কিভাবে প্রভাবিত করেছেন তার উল্লেখ রয়েছে। উপরাষ্ট্রপতি এই পুস্তিকাটি প্রকাশ করেছেন।
উপরাষ্ট্রপতির এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;
“তৃণমূল স্তরে যাঁরা বিভিন্ন পরিবর্তন নিয়ে এসেছেন তাঁদের স্বীকৃতি দেওয়াই #MannKiBaat –এর সব থেকে আকর্ষণীয় দিক। এই অনুষ্ঠানটির শততম পর্ব সম্প্রচারিত হতে চলেছে। সংশ্লিষ্ট অনুষ্ঠানে যাঁদের কথা বলা হয়, তাঁরা সমাজকে যেভাবে প্রভাবিত করেছেন তার স্বীকৃতি দেওয়ার @CNNnews18-এর উদ্যোগটি প্রশংসনীয়।”
The most beautiful part about #MannKiBaat is the manner in which it celebrates grassroots level change makers. As this programme completes hundred episodes, I compliment efforts like the one by @CNNnews18 to acknowledge the people mentioned and the impact they have created. https://t.co/T6egxnw15D
— Narendra Modi (@narendramodi) March 31, 2023