‘ভারতই প্রথম’ – এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ঘোষিত এই বার্তাই এখন ধ্বনিত ও প্রতিধ্বনিত হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে। বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকে যখন বাণিজ্যিক সুযোগ-সুবিধা সম্পর্কিত চুক্তি সম্পর্কে আলোচনা ও মতবিনিময় চলছিল, ভারত তখন স্পষ্টতই তাতে আপত্তি জানিয়ে বলে সংশ্লিষ্ট বিষয়টি ভারতের খাদ্য নিরাপত্তা সম্পর্কিত অঙ্গীকারের সঙ্গে আপোষ করে চলতে চায়। কারণ, ভারতে দরিদ্রদেরজন্য খাদ্য নিরাপত্তার মূলে রয়েছে আস্থা ও বিশ্বাস। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তা নিশ্চিত করতেই প্রতিশ্রুতিবদ্ধ।
খাদ্যশস্যের একটি স্থায়ী সরকারি মজুতভাণ্ডার গড়ে তুলতে ভারতবরাবরই সচেষ্ট। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতিও লাভ করেছে। কারণ কয়েকটি দেশ ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে। ঘটনাক্রমে খাদ্য নিরাপত্তার প্রশ্নে যে কোনরকম আপোষ নয়, তা তুলে ধরার কাজে ভারত নিশ্চিতভাবেই সাফল্য লাভ করেছে। একইসঙ্গে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে দফায় দফায় খোলাখুলি আলোচনার পথও ভারত উন্মুক্ত রেখেছে।