জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফলের মধ্যে রয়েছে - নতুন এবং আগামীদিনের প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কিত একটি রোডম্যাপ; পরিবেশ-বান্ধব জ্বালানি ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন সম্পর্কিত একটি রোডম্যাপ; নিরাপত্তা ক্ষেত্রে বিশেষত, অপরাধ মোকাবিলায় পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত চুক্তি; নির্দিষ্ট বিভিন্ন তথ্যের সুরক্ষা ও নিরাপত্তায় পারস্পরিক বিনিময় সহায়তা সম্পর্কিত চুক্তি; শহরাঞ্চলের যান চলাচলকে পরিবেশ-বান্ধব করে তুলতে দ্বিতীয় পর্যায়ের সহযোগিতা ও অংশীদারিত্ব; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আইজিএসটিসি-র আওতায় উন্নতমানের সাজসরঞ্জামের যোগান ও বিনিময় সম্পর্কিত সমঝোতা; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স (আইসিটিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ সম্পাদন; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ স্বাক্ষর; স্টার্ট-আপ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর মধ্যে উদ্ভাবন সম্পর্কিত যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; বিজ্ঞান ও পরিবেশ ক্ষেত্রে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ (এনসিপিওআর) এবং অ্যালফ্রেড-ওয়েগনার ইনস্টিটিউট হেমহোলটজ জেনট্রাম ফুয়ার পোলার অ্যান্ড মীরেসফোরসচাং (এডব্লিউআই)-এর মধ্যে মউ এবং সমুদ্র গবেষণা সম্পর্কিত মউ সম্পাদন; স্বাস্থ্যক্ষেত্রে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি), অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস), লিপজিগ বিশ্ববিদ্যালয় এবং ভারতের শিল্প সহযোগীদের মধ্যে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত; অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে ভারত-জার্মানি ম্যানেজেরিয়াল ট্রেনিং প্রোগ্রাম (আইজিএমটিপি); দক্ষতা বিকাশ এবং বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্যে সহযোগিতা সম্পর্কিত মউ সম্পাদন; শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে ইন্টেন্ট অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট সম্পর্কিত যৌথ ঘোষণা; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জার্মান ইন্ডিয়া অ্যাকাডেমিক নেটওয়ার্ক ফর টুমরো (জায়েন্ট) – এই বিষয়টির ওপর শিক্ষা সংক্রান্ত বিনিময় পরিষেবার লক্ষ্যে আইআইটি খড়্গপুর এবং জার্মান অ্যাকাডেমি এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর পক্ষ থেকে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ‘ট্র্যান্সক্যাম্পাস’ নামে একটি সুসংবদ্ধ অংশীদারিত্ব গড়ে তুলতে আইআইটি মাদ্রাজ এবং টিইউ ড্রেসডেন-এর মধ্যে চুক্তি সম্পাদন সম্পর্কিত একটি মউ।

এছাড়াও, প্রধান প্রধান ঘোষণাগুলির মধ্যে রয়েছে – আইএফসি-আইওআর-এ জার্মান লিয়াজঁ অফিসার নিয়োগ; ইউরোড্রোন কর্মসূচিতে ভারতের পর্যবেক্ষক হিসেবে ভূমিকাকে জার্মানির পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন; ভারত-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগের আওতায় জার্মানির বিভিন্ন প্রকল্প ও তাতে অর্থ যোগান সম্পর্কিত প্রতিশ্রুতি; ফরেন অফিসেস অফ ইন্ডিয়া অ্যান্ড জার্মানি (আফ্রিকা, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা)-র মধ্যে আঞ্চলিক স্তরে আলোচনা ও পরামর্শ বৈঠকের আয়োজন; মাদাগাসকার ও ইথিওপিয়ায় মিলেট উৎপাদন ও সে সম্পর্কিত বড় বড় প্রকল্প ছাড়াও ক্যামেরুন, ঘানা এবং মালয়-এ ত্রিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা (টিডিসি)-র আওতায় বিভিন্ন ক্ষেত্র রূপায়ণ ক্ষেত্রে সহযোগিতা; জিএসডিপি ড্যাশবোর্ডের সূচনা এবং ভারত ও জার্মানির মধ্যে প্রথম আন্তর্জাতিক গবেষণা তথা প্রশিক্ষণ গোষ্ঠী গঠন।

এ সম্পর্কিত যে বিভিন্ন ঘটনাবলীর তালিকা তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে – জার্মানির বাণিজ্য সম্পর্কিত অষ্টাদশ ভারত-প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন (এপিকে ২০২৪); এপিকে ২০২৪-এর পাশাপাশি, প্রতিরক্ষা সম্পর্কিত গোলটেবিল বৈঠকের আয়োজন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জার্মান নৌ-বাহিনীর জাহাজ মোতায়েন : ভারত ও জার্মানির নৌ-বাহিনীর পক্ষ থেকে যৌথ মহড়া এবং গোয়ার বন্দরে জার্মান জাহাজ আসা-যাওয়ার ব্যবস্থা।

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Making India the Manufacturing Skills Capital of the World

Media Coverage

Making India the Manufacturing Skills Capital of the World
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 3 জুলাই 2025
July 03, 2025

Citizens Celebrate PM Modi’s Vision for India-Africa Ties Bridging Continents:

PM Modi’s Multi-Pronged Push for Prosperity Empowering India